বাঁশখালীর জশনে জুলুছে নবী প্রেমিকদের ঢল | Senani News
নিজস্ব প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাঁশখালী উপজেলা ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার সার্বিক সহযোগিতায় এবং গাউসিয়া কমিটি বাঁশখালী উপজেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য জশনে জুলুছ (মিছিল) উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
এতে সর্বস্তরের সুন্নী মুসলিম জনতা ও আশেকে রাসূল নবী প্রেমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
জুলুছ শেষে জলদি আস্করিয়া রোডস্থ তাহেরীয়া ছাবেরীয়া সুন্নিয়া মাদ্রাসা হলে মাহফিলের মাধ্যমে মিলাদ-কিয়াম ও মোনাজাতের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।