বাঁশখালী থানার ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রক্তের সন্ধানে বাঁশখালী স্বেচ্ছাসেবী সংগঠন
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী

বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী।
গত ৫ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা স্মারক ওসি মোঃ কামাল উদ্দিনের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক।এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি এবং দায়িত্বশীল কর্মকর্তারা। ওসি মোঃ কামাল উদ্দীন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন রক্তের সন্ধানে বাঁশখালীর প্রতিষ্ঠাতা মোরশেদুল আলম, এডমিন বোরহান উদ্দিন এবং এডমিন মোঃ কাইছার আলী খান।
এসময় রক্তের সন্ধানে বাঁশখালী স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানেন এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন।