বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রামের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতি চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দরুদ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গতকাল সোমবার নগরীর বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যণ কমিতি চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা ইউসুফ আলি চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন ও চট্টগ্রাম ম্যারেজ এন্ড কাজী অ্যাস্টেস ম্যানেজমেন্ট লিমিটেডের উপদেষ্টা, পীরে ত্বরীকত, হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ অছিউর রহমান আল কাদেরী।
এছাড়াও অনুষ্ঠানে অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।