বাঘাইছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত
জাহিদুল আলম, রাঙ্গামাটি

মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (দ.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন’২২) বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আমিনুল হক মুনিরী, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউর রহমান।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাউছার উদ্দিন নুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল ইসলাম আলকাদেরী, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নেজামী,ছাত্রসেনার সাবেক সভাপতি জনাব হাজী মুহাম্মদ ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাঘাইছড়ি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী,যুবসেনার সদস্য সচিব জনাব মুহাম্মদ তৈয়বুর রহমান,ছাত্রসেনা সভাপতি শায়ের মুহাম্মদ ওসমান গনি প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও চৌমুহনী মুক্তমঞ্চে এসে বক্তব্য, মিলাদ-কিয়াম ও দোয়া-মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয়।