বায়েজিদে গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নি নূরানী মাদ্রাসার উদ্বোধন

বায়েজিদ প্রতিবেদক

গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম মহানগর অন্তর্গত বায়েজিদ থানাধীন শহীদ নগর গাউছিয়া মসজিদ সংলগ্ন মাঠে গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নি নূরানী মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলহাজ্ব এম খলিলুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ কফিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাননীয় সাংসদ বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এমপি, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ এম কামরুজ্জামান, কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ সিরাজউদ্দিন কোম্পানি, মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জেবাইর রজবী, হাফেজ মাওলানা সৈয়দ ফোরকান উদ্দিন রব্বানী প্রমুখ।

বক্তাগণ তাঁদের বক্তব্যে সুন্নি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, এই সময়ে নতুন প্রজন্মের কোমলমতি শিশুদেরকে সহি কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মাসআলা-মাসায়েল শিক্ষা ও আদব-কায়দা শিক্ষা দিয়ে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুন্নি নূরানী শিক্ষা খুবই জরুরী। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান করালে অল্পদিনেই শিশুরা অনেক কিছু শিখতে ও জানতে পারে।

বক্তাগণ শহীদ নগর এলাকায় সুন্নি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা হাওয়ায় এলাকাবাসী সুন্নি জনতার বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মত ব্যক্ত করেন। পরিশেষে মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Related Articles

Back to top button
close