বায়েজিদে মেরাজুন্নবী(দঃ) মাহফিল অনুষ্ঠিত

ইয়াছিন সাকিব, বায়েজিদ

আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দঃ) তরুণ পরিষদ বায়েজিদ বোস্তামী থানা শাখার ব্যবস্থাপনায়  পবিত্র ঈদে মেরাজুন্নবী (দঃ) উপলক্ষে জশনে ঈদে মেরাজুন্নবী মাহফিল বায়েজিদস্থ সুলতানী মঞ্জিল চত্বরে অনুষ্ঠিত হয়

মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা(দঃ)  বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও বায়েজিদ দরগাহ জামে মসজিদের খতিব পীরে তরিকত্ব আল্লামা কাযী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মু জি আা)। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ছিলেন লালিয়ার হাট হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী (মু জি আ)। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রব্বানী দরবার শরীফের পীরজাদা স্যাইয়েদ মাখদুম শাহ মোজাদ্দেদী আল আবেদী। বিশেষ বক্তা ছিলেন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দঃ)  তরুণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী (মু জি আ)।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক হোসাইনি,শিব্বির আহমদ ওসমানী,হাফেজ মোহাম্মদ আব্দুল হাই,হাবিবুর রহমান সর্দার, জামাল উদ্দীন মাইজভান্ডারি প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন উম্মতের জন্য মেরাজের উপহার হচ্ছে নামাজ।নামাজ পড়তে হলে ওযু করা লাগে।প্রতিদিন পাচঁ বার ওযু করার মাধ্যমে নিজেকে জীবাণুমুক্ত করা যায়।ফলে মহামারী করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার অন্যতম উপায় ও ওযু।পরে সভাপতির দেশ ও জাতির কল্যাণের উদ্দেশ্যে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close