বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রিয় নবিজী (দ.) এর দিকেই ফিরে যেতে হবে

নিজস্ব প্রতিবেদক

‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন, বিংশ-একবিংশ শতাব্দীতে বিশ্বে যুদ্ধ-সংঘাত, মানুষে মানুষে হানাহানি-বিভেদ-বৈষম্য চরম আকার ধারণ করেছে। শক্তিধর দেশগুলো ক্ষমতা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতায় জড়িয়ে মানবতাকে ভূলুণ্ঠিত করছে। সভ্যতার বিকাশ ও বিজ্ঞানের উৎকর্ষ মানুষের জন্য আধুনিক সকল সুযোগ সুবিধা এনে দিলেও, শান্তি নামক শব্দটি যেন সোনার হরিণ হয়ে গহীন অরণ্যে হারিয়ে গেছে।

তিনি আরো বলেন, আমার পিতা ও মুর্শিদ ক্বেবলা, শায়খুল ইসলাম হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী (কঃ) ২০০০ সালে জাতিসংঘ সদর দপ্তরে, জাতিসংঘ কতৃক আয়োজিত ‘The Millennium World Peace Summit’ এ তার ভাষণে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ১৪০০ বছর আগে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রণীত ‘মদীনা সনদ’ অনুসরণের আহবান জানান। কারণ পৃথিবীতে সংঘাতের মূল কারণ মতাদর্শগত দ্বন্দ্ব এবং ক্ষমতার লিপ্সা। ‘মদীনা সনদ’ এর মাঝেই রয়েছে মানবাধিকারের জয়গান, ভিন্ন ভিন্ন মতাদর্শের মানুষের মাঝে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা তথা শান্তিপূর্ণ সহাবস্থানের বাস্তবমুখী রূপরেখা। তাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দিকেই ফিরে যেতে হবে৷

গতকাল ২৫ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারার পূর্ব বারখাইনে খানকা-এ-রাহমানিয়া মইনীয়া ময়দানে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি মাকসুদুর রহমান, হাফেজ মাওলানা মনসুর আলী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া দক্ষিন জেলার সভাপতি মোতাহার হোসেন সহ মইনীয়া ওলামা-মাশায়েখ ফোরাম ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

দোজাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আ’লামিন (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি সালাতু সালাম পেশ শেষে, নিপিড়ীত জনগোষ্ঠীর মুক্তি, মুসলিন উম্মাহর একতা এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মোনাজাতে অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button