বোয়ালখালীতে যুবসেনা ও ছাত্রসেনার ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, বোয়ালখালী
বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা চরখিজিরপুর ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় সিপাহীর ঘোনা চিশতীয়া জামে মসজিদ প্রাঙ্গণে গত ২৫ ফেব্রুয়ারী ‘২১ইং রোজ বৃহস্পতিবার বাদে এশা হতে ৪র্থ তম পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও মাওলানা ইসহাক কাদেরীর যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন শাকপুরা দারুসুন্নাহ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নূর মােহাম্মদ সাহেব, প্রধান অতিথি ছিলেন হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জানে আলম, বিশেষ অতিথি মােহাম্মদ মীর নওশাদ,
এতে তকরীর পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সৈয়দ অছিয়র রহমান আল-কাদেরী। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জয়নুল আবেদীন আল-কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বােয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আবু নাছের জিলানী, এতে সভাপতিত্ব করেন সিপাহী ঘোনা চিশতীয়া জামে মসজিদের খতিব মাওলানা মােহাম্মদ ইমতিয়াজ উদ্দীন,
এতে আরো উপস্তিত ছিলেন যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ-সভাপতি সাহাব উদ্দিন,যুবনেতা জসিম উদ্দীন,বেলাল হোসেন,মানিক,আশিকুল ইসলাম,ছাত্রসেনা চরখিজিরপুর ইউনিয়ন সভাপতি ইউনুস, সাধারণ সম্পাদক মামুন উদ্দিন, আবু তৈয়ব, হাসান শরীফ,মহিউদ্দিন, রিপাত,রানাসহ প্রমুখ।