বোয়ালখালীর সৈয়দপুর শেখবাড়ীতে দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত
আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী যুবসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সভাপতি যুবনেতা আহম্মেদ শেখ ইমতিয়াজ এর ব্যাবস্থাপনায় ও গাউসিয়া কমিটি বাংলাদেশ সৈয়দপুর ১নং ওয়ার্ড শাখার সার্বিক সহযোগিতায় সৈয়দপুর শেখবাড়ী তৈয়বীয়া কমপ্লেক্সে সংলগ্ন ময়দানে গত ২৮ফেব্রুয়ারী ‘২১ইং রোজ রবিবার বাদে মাগরিব হতে হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনউদ্দীন চিশতী (রাহঃ) ও আওলাদে রাসূল হযরত সেকান্দর শাহ (রাহঃ)এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আহম্মদ নুর আল কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক হক্কানী, এতে নির্ধারিত বিষয়ে তকরির পেশ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলায় সহ-সভাপতি মাওলানা জাহেদুল হক তালুকদার, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ ফখরুদ্দীন আল কাদেরী,
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন,বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম মোদাচ্ছের,গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সি,গাউসিয়া কমিটি বাংলাদেশ পোপাদিয়া ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কবির, সহ-সভাপতি কাজী এম.এ জলিল, ইসলামী ফ্রন্ট নেতা মিজানুল কাদের, কাজী সামশুল আলম, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি নিজামুল করিম সুজন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এনাম উদ্দিন।
এতে আরো উপস্তিত ছিলেন ইসলামী ফ্রন্ট পোপাদিয়া ইউনিয়নে সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা রেজভী,যুবসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এম.এ মোমেন, সাংগঠনিক সম্পাদক এস.কে.এম জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক এনাম উদ্দিন, গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক দপ্তর সম্পাদক মাওলানা মোবারক হোসাইন, যুবসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সহ-সভাপতি আবদুল হামিদ,ছাত্রসেনা পোপাদিয়া পূর্ব পরিষদের সভাপতি ওয়াজেদ হোসেন,সাধারণ সম্পাদক সায়েম,ছাত্রসেনা পোপাদিয়া পশ্চিম পরিষদের সভাপতি রিফাত হোসেন, সহ-সভাপতি ইফতেখারুল আলম ইফতু, সাধারণ সম্পাদক রিমন শরিফ, দিদারুল আলম, মোহাম্মদ নুরু, রবিউল হোসেন, আব্দুল মাবুদ,সাজ্জাদ হোসেন, ইমন, বেলাল প্রমুখ।