আগামীকাল বোয়ালখালীতে আসছেন আল্লামা পীর সাবির শাহ
আরিফুল ইসলাম, বোয়ালখালী

শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন, বোয়ালখালীতে চলছে খুশির আমেজ, আগামীকাল (৩১ অক্টোবর) রবিবার বাদে আসর হতে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর সভার ব্যবস্থাপনায় বোয়ালখালী গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে নেছারে মদিনা সুন্নী-কনফারেন্স’২১ অনুষ্ঠিত হবে।
উক্ত সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, পীরে বাঙ্গাল, সাজ্জাদানশীন দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফ, আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
এসময় আরও উপস্থিত থাকবেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হুজুর কেবলা পীর সাবির শাহ এশার নামাজের ইমামতি করবেন এবং সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে পর্দাসহকারে মহিলাদের বায়’আত করাবেন।