আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা যে কোন সমস্যা সমাধানের মাধ্যম -সুন্নী সম্মেলনে বক্তারা
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে পোপাদিয়া বাদামতল ইসলামী সুন্নী যুব সমাজের উদ্দ্যোগে গতকাল ২১’মার্চ (সোমবার) বাদে মাগরিব হতে পোপাদিয়া বাদামতল সংলগ্ন মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ) ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত আল্লামা জিয়া উদ্দীন আল হোসাইনী মা.জি.আ, প্রধান অতিথি ছিলেন আল আমিন বারীয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী।
এতে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ার মুদাররিস মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদীন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মুজাহিদ চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মুত্তালিব আল কাদেরী, কর্ণফুলী আজম উদ্দীন সারাং জামে মসজিদের খতিব ও তরুণ সংগঠক মাওলানা আব্দুল্লাহ আল জাবেরসহ অসংখ্য ওলামায়ে কেরাম।
উক্ত মাহফিলে বাদে মাগরিব থেকে আশেকে রাসুলদের ঢল নামে, রাত যত গভীর হয় মাহফিলের প্যান্ডেল কানায় কানায় পরিপূণ হতে থাকে।
মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখলে যে কোন বালা-মুসিবত সহজে সমাধান হয়, আল্লাহ তায়ালা গায়েবীভাবে ঐ বান্দাকে সাহায্য করেন।
শেষে দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।