পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের মিলাদ মাহফিল
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

গতকাল (২ নভেম্বর) মঙ্গলবার বোয়ালখালী প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উৎযাপন উপলক্ষে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল বাদে মাগরিব হতে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদাচ্ছের এর সভাপতিত্বে ও কাজী এমরান কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমুচিয়া শাহ মাজিদিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী।
এতে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুন বক্তা মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের আলকাদেরী।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মুজাহিদুল ইসলাম, এম এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সিরাজ ভান্ডারী, আলমগীর চৌধুরী রানা, কাজী আয়েশা ফারজানা, স ম রবিউল হোসাইন, রাজু দে, পুজন সেন, প্রলয় চৌধুরী মুক্তি, দেবাশীষ বড়ুয়া রাজু, মুহাম্মদ হুসাইন মাহমুদ, মোহাম্মদ আবু নাঈম, মুহাম্মদ শাহাদাত হোসাইন জুনাঈদী সহ আরো অনেকে।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।