বোয়ালখালীতে ইমাম আজম (রাঃ) কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠান
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

বোয়ালখালীর প্রাণকেন্দ্র উপজেলা সদরে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে আবুল কালাম বিল্ডিং এর ২য় তলায় আগামী প্রজন্মকে দ্বীনি শিক্ষা ও আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একঝাঁক মেধাবী তরুণের যৌথ সমন্বয়ে ইমাম আজম (রা:) কমপ্লেক্সের উদ্বোধন হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কধুরখীল ইসলামীয় ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্মানিত আরবী প্রভাষক মাওলানা আবু নাছের জিলানী।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ সাইফু উদ্দিন, মৌলানা নূর উদ্দিন, মুহাম্মদ আবু জাফর মিয়াজী, মোহাম্মদ ইউছুপ (সও), মুহাম্মদ মনজুর আলম, মুহাম্মদ জানে আলম, রবিউল করিম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে পবিত্র কোরআন তেলাওয়াত করা হতে শিক্ষার্থীদের অমনোযোগী ভাব দূর করে আধুনিকায়নের মাধ্যমে যুগোপযোগী পরিবেশ তৈরী করে কোমলমতী শিশুদের দক্ষ কোরআনে হাফেজ তৈরী করা সম্ভব, তারা হবে আগামী দিনের সম্পদ। শেষে মুসলিম উম্মাহ ও দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।