বোয়ালখালীতে নেছারে মদিনা সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী

গতকাল (৩১ অক্টোবর) রবিবার বোয়ালখালীর প্রাণ কেন্দ্র উপজেলা সদর সংলগ্ন গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভার ব্যবস্থাপনায় নেছারে মদিনা সুন্নী-কনফারেন্স’২১ অনুষ্ঠিত হয়েছে।
বাদে আসর হতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আসতে থাকেন নবী প্রেমিক সুন্নী জনতা, মাগরিবের নামাজের পরপরেই লোকে লোকারণ্য হয়ে যায় পাইলট স্কুলের মাঠ, প্যান্ডেল পেরিয়ে মাঠের বিভিন্ন দিকে অবস্থান নেয় নবী প্রেমিকরা, সকলের একটাই ইচ্ছা আওলাদে রাসুল (দ.) কে এক নজর দেখা এবং হুজুর কেবলার পিছনে নামাজ পড়া, সকল জল্পপনা কল্পনার অবসান ঘটিয়ে হুজুর কেবলা যখন মাঠে প্রবেশ করেন তখন নারায়ে তাকবির, নারায়ে রিসালাতের স্লোগানে স্লোগানে মূখরিত হয়ে উঠে স্কুল মাঠ, নবীপ্রেমিকদের মনে আনন্দের ঢেউ উঠে।
উক্ত সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, মুর্শিদে বরহক, পীরে বাঙ্গাল, সাজ্জাদানশীন দরবারে আলীয়া কাদেরিয়া সিরিকোট শরীফ, আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)।
আলহাজ্ব মুহাম্মদ শফিক (সি.আই.পি) এর সভাপতিত্বে ও মাওলানা সৈয়দ মুহাম্মদ ফখরুদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনা কালিন সেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমরুদ্দীন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার, বোয়ালখালী পৌরসভার মেয়র মুহাম্মদ জহিরুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মোস্তফা রহিম আজহারী,মাওলানা ওবাইদুল হক হক্কানী, শেখ সালাউদ্দিন, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি,শফিউল আলম শেফু, এস,এম মমতাজুল ইসলাম, মাওলানা জাহেদুল হক তালুকদার, মাওলানা মহিউদ্দিন, এম,এ জলিল, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ইব্রাহিম সওদাগর, নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা, উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
হুজুর কেবলা মাঠে এসেই এশার নামাজের ইমামতি করেন এবং পরে পুরুষদের বায়’আত করান পরিশেষে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়, এর আগে হুজুর কেবলা সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে পর্দাসহকারে মহিলাদের বায়’আত করান।