বোয়ালখালীতে ‘স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী প্রতিনিধি

সোমবার বোয়ালখালী প্রেসক্লাবে হযরত শাহ্ সূফি মৌলানা আবুল খায়ের নক্সবন্দি (রহ.) ও হযরত শাহ্ সূফি আলহাজ্ব মৌলানা এম কে ঈছা আহমেদ নক্সবন্দি (রহ.) এর মুখনি:সৃত গল্পের সমাহার নিয়ে প্রকাশিত ‘স্মৃতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বোয়ালখালী প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। তিনি বলেন, “গ্রন্থ লেখা ও প্রকাশ অত্যন্ত দুরূহ একটি বিষয়। আল্লাহর রহমতে ‘স্মৃতিকথা’ গ্রন্থের লেখক মুহাম্মদ শফিউল আলম সিনিয়র তা পেরেছেন। তার রচিত গ্রন্থটি পাঠ করে বর্তমান প্রজন্ম অনেক কিছু জানতে ও শিখতে পারবে বলে আশা রাখি। মনীষীদের বাণী আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাই স্মৃতিকথা গ্রন্থটি আমাদের আলোর পথে ধাবিত করুক।
গ্রন্থের লেখক মুহাম্মদ শফিউল আলম সিনিয়র বলেন, “বইটিতে হযরত শাহ্ সূফি মৌলানা আবুল খায়ের নক্সবন্দি (রহ.) ও এম কে ঈছা আহমেদ নক্সবন্দি (রহ.) এর সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তাঁদের মুখ নি:সৃত গল্প, স্মৃতি, আদেশ-নিষেধ সন্নিবদ্ধ করা হয়েছে।
এসময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল ফজল বাবুল, মোহাম্মদ শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু ও মুহাম্মদ মহিউদ্দীন প্রমুখ।