বোয়ালখালী প্রেসক্লাবের ইফতার মাহফিল
আরিফুল ইসলাম ইমন, বোয়ালখালী প্রতিনিধি।

গতকাল (শনিবার) বোয়ালখালী উপজেলার বিআরডিবি হল রুমে বোয়ালখালী প্রেসক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস.এম মোদ্দাচ্ছের এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুল হক টিপু, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম জাকারিয়া, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ ইসমাঈল হোসেন আবু, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহামান, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ এমরান গণি,পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম জসিম উদ্দিন,
পোপাদিয়া ২নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মামুন উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, এমএ মন্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, এমরান কাদেরী, মুহাম্মদ মহিউদ্দিন, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, মাওলানা আহমদ নুর, মোহাম্মদ বাবর মুনাফ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাইদী, প্রমুখ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস, কোরআন নাযিলের মাস, মিথ্যা পরিহার করার মাস, তাই রমজানের রোযা পালন, নামাজ -কালাম পড়ার সাথে সাথে যারা এখনো মিথ্যা বলে বেড়াচ্ছেন তাদেরকে মিথ্যা পরিহার করার আহবান জানান।