ভাটিয়ারীতে ছাত্রসেনার উদ্যােগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  অভিষেক অনুষ্ঠান

সোহরাব হোসাইন, সীতাকুণ্ড

গতকাল ২৬ মার্চ (শুক্রবার) বিকাল ৩ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারীস্থ মাদামবিবিরহাট শাহজাহানীয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় ছাত্রসেনা ভাটিয়ারী ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন এবং ইউনিয়ন ছাত্রসেনার নবনির্বাচিত ২০২১-২২ সেশনের  অভিষেক অনুষ্ঠান সংগঠনের সভাপতি ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে ছাত্রনেতা নাজমুল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন সাহেব, প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলী আকবর, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফারুক হোসাইন, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুশফিক ইলাহি ও অর্থ সম্পাদক ছাত্রনেতা কামরুল হাসান সুমন, এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরিফ উদ্দিন, শহীদুল ইসলাম, ইরফানুল হাসান তুহিন, মোজাহিদুল ইসলাম রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরযোদ্ধাদের বীর গাঁথা ইতিহাস তুলে ধরেন এবং ইউনিয়নের নবনির্বাচিত পরিষদকে সংগঠনকে গতিশীল ও প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Related Articles

Back to top button
close