মহানগর দক্ষিণের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
জহির উদ্দীন, মহানগর

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি মুহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে সকাল দশটায় নগরীর টাইগার পাস চত্বরে বিশাল ছাত্র সমাবেশ ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি জননেতা মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সভাপতি মুহাম্মদ জামাল উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ’র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকী বিল্লাহ সাজ্জাদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আমাদের শপথ গ্রহণ করতে হবে কিশোর গ্যাং, দূর্নীতি, মাদক মুক্ত স্বদেশ বিনির্মানের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে।
সাম্প্রতিক বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার রায়ে যে পঁচিশজন ছাত্রের মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে তা বাস্তবায়ন সহ তাদেরকে ব্যবহারকারী কথিত বড় ভাই তথা নির্দেশ দাতাদের ও শাস্তির আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, এনামুল হক এনাম, এইচ এম মহিউদ্দিন, হাবিবুল মোস্তফা ছিদ্দিকী, আমির আলী, এটি এম আবু তৈয়ব , সাবেক ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ ফোরকান কাদেরী, মুহাম্মদ রেজাউল করিম ইয়াছিন প্রমুখ।
সমাবেশ শেষে টাইগার পাস চত্বর থেকে এক বিশাল বিজয় র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি পাড়ে গিয়ে শহীদ’র আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ, কিয়াম ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।