মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার আনন্দ র্যালী
মিনহাজ উদ্দিন, হাটহাজারী

গতকাল ২৬ মার্চ (শুক্রবার) মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আনন্দ র্যালী করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পৌরসভা।
উক্ত র্যালীটি হাটহাজারীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
পৌরসভা ছাত্রসেনার সভাপতি মহিউদ্দিন মহিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা রফিকুল ইসলাম কাদেরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরজেলা ছাত্রসেনার সহ-সাধারণ ছাত্রনেতা মুহাম্মদ সাহেদুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবসেনা হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক সৈয়দ নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক নাছির উদ্দিন রুবেল, দাওয়া বিষয়ক সম্পাদক যুবনেতা শেখ মুহাম্মদ তাজুল ইসলাম পৌরসভা ছাত্রসেনার সাবেক সভাপতি হাফেজ ইয়াকুব, সাবেক সহ-সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, ভুজপুর ছাত্রসেনার সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন, পৌর ছাত্রসেনার সাবেক সহ-সাংগঠনিক শাহাদাৎ হোসাইন, সাবেক সদস্য সুমন আলী, যুবনেতা সাহেদ আলী, ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক হাফেজ সোলায়মান, অর্থ সম্পাদক হাফেজ শাহেদ উদ্দিন, দাওয়া বিষয়ক সম্পাদক শাহিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুব উদ্দিন, দপ্তর সম্পাদক হান্নান, সমাজ সেবা সম্পাদক জাহেদ সরওয়ার, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মঈন, স্কুল বিষয়ক সম্পাদক কাইয়ুম-সমেত সদস্য জাবেদুল আলম, মোরশেদুল হক, আলী আকবর, মোজাম্মেল হক,আরিফুল ইসলাম, হাফেজ শিহাব উদ্দিন, হাসানুল ইসলাম, এমদাদ প্রমুখ।