মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই মুসলমানের অন্যতম ইবাদত -আল্লামা এম এ মতিন

স্টাফ রিপোর্টার

সেবামূলক সংগঠন ‘সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতার শাখার অর্থায়নে, চট্টগ্রাম জেলার অন্তর্গত বিভিন্ন উপজেলায় ৫০০ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মাওলানা এম এ মতিন বলেন, মুসলমানদের দৈনন্দিন এবাদত সমূহের পাশাপাশি হতদরিদ্র ও মানুষের কল্যাণে নিজেদের নিয়জিত রেখে কাজ করে যাওয়াটা আনন্দের ও উত্তম ইবাদত।

কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন দীর্ঘ বছর জনকল্যাণমুখী কার্যক্রম ও অর্থনৈতিকভাবে মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, তাহা প্রশংসার দাবিদার। এভাবে সর্ব মহল মানুষের জন্য কাজ করে গেলে দেশে দারিদ্র্য দূরীকরণ অচীরেই সম্ভব হবে বলে তিনি মনে করেন।

১৩ এপ্রিল বুধবার বিকালে নগরীর চেরাগি পাহাড়স্থ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা, চট্টগ্রাম উত্তর জেলার সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সভাপতি মুহাম্মদ দিদারুল আলম।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন। প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মঈন উদ্দীন আশরফী।

 

তিনি বলেন, করোনাকালীনসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সব মহলে যেমন প্রশংসিত হয়েছে, তেমনি দেশে এবং দেশের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথ ছিলেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শিক্ষা ও প্রশিক্ষণ সচিব, অধ্যক্ষ মুহাম্মদ তৈয়ব আলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিল্প ও বাণিজ্য সচিব পীরজাদা মুহাম্মাদ গোলামুর রহমান আশরফ শাহ, কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নুরুল আবছার, কাতার সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন সহ সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি যুবনেতা আজিম উদ্দীন আহমেদ, সহসভাপতি মুহাম্মদ আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদ উল্লাহ, প্রচার সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ছাত্রনেতা কে এম আজাদ রানা, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ পারভেজ।

এসময় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ আলী আকবর, মিজানুর রহমান মুন্না, মুহাম্মদ গোলাম রব্বানী প্রমুখ।

Related Articles

Back to top button
close