মুফতি ইদ্রিস রেজভীর সাথে ছাত্রসেনার বোয়ালখালী উপজেলার সৌজন্য সাক্ষাত

আরিফুল ইসলাম, বোয়ালখালী

মুফতিয়ে আহলে সুন্নাত, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা তথা সুন্নিয়তের অন্যতম অভিভাবক প্রবীণ আলেমেদ্বীন নায়েবে আ’লা হযরত আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (বড় হুজুর) কেবলার সাথে সৌজন্য সাক্ষাত ও দোয়া নিতে গত ১৯ মার্চ (জুমাবার) বাদে আসর হুজুরের বাসভবনে ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার নবনির্বাচিত পরিষদের নেত্ববৃন্দ উপস্থিত হন।

এ সময় উপস্থিত ছিলেন হুজুরের মেজ শাহজাদা মাওলানা আতাউল মোস্তফা রেজভী, ছাত্রসেনার নবনির্বাচিত সভাপতি ইশতিয়াক উদ্দীন সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,অর্থ সম্পাদক রিফাত হোসেন,দপ্তর সম্পাদক ইফতেখার আলম ইফতু,  শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আমিনুল ইসলাম আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ হোসেন, দিদারুল আলম প্রমুখ।

শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার জন্য হুজুর দোয়া করেন এবং ছাত্রসেনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উলেখ্য,গত ১৭ই মার্চ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার (২০২১-২০২২) সেশনের নতুন পরিষদ গঠিত হয়।

Related Articles

Back to top button
close