রাউজানে কাগতিয়া পীরের কুশপুত্তলিকায় আগুন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানের কাগতিয়া দরবারের পীর মুনির উল্লাহর বিরুদ্ধে আবারো মাঠে নেমেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

বুধবার সন্ধ্যায় কাগতিয়ার পীর মুনিরুল্লাহকে একজন ভন্ড পীর বলে দাবী করে উপজেলা সদরের মুন্সিরঘাটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা কাগতিয়া পীরের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এর আগে এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের উদ্যোগে বর্ধিত সভায় বক্তারা তাঁদের বক্তব্যে কাগতিয়া পীর ও তাঁর অনুসারীদের রাউজানে আর ঢুকতে দেওয়া হবে না বলে হুসিয়ারী দেন ।

এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে উপজেলা সদরের মুন্সির ঘাটায় তাঁর অনুসারীদের হামলায় কিশোর মাদ্রাসা ছাত্র নইম উদ্দিন নিহত হয়। মুনির উল্লাহ ও তাঁর অনুসারীদের হামলার শিকার হয়েছে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীসহ নিরীহ লোকজন।

উপজেলা সদরের আওয়ামী লীগের কার্যালয়ে বধির্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার কাউন্সিলর বশির উদ্দিন খানের সঞ্চলনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেসানুল হায়দার চৌধুরী।

বক্তব্য দেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, জ্যেষ্ঠ সহ সভাপতি আনোয়ারুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।

Related Articles

Back to top button