কদলপুরে হেফজখানায় এডিসন ফাউন্ডেশনের সাহরি ও ইফতার বিতরণ

কায়েছ উদ্দিন, রাউজান

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান “এডিসন গ্রুপ” পরিচালিত সেবামুলক প্রতিষ্ঠন  এডিসন ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় রাউজানস্থ কদলপুর কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া হেফজখানা ও এতিমখানায় সপ্তাহব্যাপী সাহরি ও ইফতার মাহফিলের শুভ উদ্বোধন করা হয়েছে।

ফাউন্ডেশনের পরিচালক সৈয়্যদ শাহেদুল করিম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে ১৫ রমজান রবিবার বিকাল ৫ টায় প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা সৈয়্যদ এমরান হোসেন মাসুমের সভাপতিত্বে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফজখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী খোরশেদ আলম, রবিউল হোসাইন সুমন, কায়সার পারভেজ চৌধুরী, কাজী আবুল হাসান হারকানী, মাওলানা হামিদুল ইসলাম, হাফেজ মুহাম্মদ আনোয়ার, হাফেজ আব্দুল আজিজ, হাফেজ মোহাম্মদ শামীম।

উল্ল্যেখ, অত্র হেফজখানার ৮০ জন শিক্ষার্থীর এক সপ্তাহের সাহরি ও ইফতারের আয়োজন উক্ত ফাউন্ডেশন পক্ষ থেকে প্রদান করা হয়।

Related Articles

Back to top button
close