মধ্য রাউজানে আহলে সুন্নাতের সুন্নী কনফারেন্স বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
এম সাইফুল ইসলাম নেজামী, নিজস্ব প্রতিবেদক

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান সদর ইউনিয়ন শাখার উদ্যোগে মধ্য রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে (হারিছ খাঁন পাড়া) আগামী ৬ই ডিসেম্বর (সোমবার) রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হবে।
কনফারেন্সের দাওয়াত গ্রহণ করছেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু। পরে সুন্নী কনফারেন্স বাস্তবায়ন কমিটির সভা কমিটির আহ্বায়ক মুহাম্মদ মোজাম্মেল হক খোকনের সভাপতিত্বে এবং সচিব এম সাইফুল ইসলাম নেজামী আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গাজী মুহাম্মদ ফোরকান আলকাদেরী, সহ-সভাপতি আবু মুহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন, মুহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আবু আহমদ, শ্রম ও কৃষি সম্পাদক এরফান উদ্দিন চৌধুরী মারুফ, মুহাম্মদ আবু তৈয়ব কোম্পানি, মাওলানা আবুল মনসুর, মুহাম্মদ আনোয়ার, মাওলানা মোস্তফা শরীফ ইরফান, প্রমুখ।
সুন্নী কনফারেন্স বাস্তবায়ন কমিটির পরবর্তী সভা আগামী ৩০ নভেম্বর বাদে আসর অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান সদর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।