রাউজানে মাদ্রাসা শিক্ষার্থীদের কুরআন শরীফ ও খাদ‍্যসামগ্রী বিতরণে সার্ক

কায়েছ উদ্দিন, রাউজান

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে রাউজান ঈছা জুলেখা সিদ্দিকীয়া হাফেজিয়া মাদ্রাসা ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ, রেহাল ও খাদ‍্যসামগ্রী বিতরন অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১১টায় রাউজান জলিলনগরস্থ ঈছা জুলেখা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

এতে বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সাংবাদিক মোহাম্মদ জামশেদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আখতার হোসেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ, দফতর সম্পাদক মহিউল ইসলাম মহিন, তথ‍্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এ আর রাশেদ উদ্দিন, শায়ের সৈয়দ মুহাম্মদ এহসান কাদের, বিশিষ্ট মানবাধিকার সংগঠক সোলায়মান কবির, ইউপি সদস‍্য মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফয়েজ উল্লাহ, মোহাম্মদ সাহেদ হাসান রেজা কাদেরী, সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী, মোহাম্মদ সালেহীন, হোসাইন মাহমুদ চিশতী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা বর্তমানে পিছিয়ে পড়া থেকে অনেক এগিয়ে এসেছে। যা দেশের সামগ্রিক পরিস্থিতিতে পরিলক্ষিত হচ্ছে। তাই আমরা মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দরা চাই, দেশে জঙ্গিবাদ ও সামপ্রদায়িক সম্প্রতি রক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরা বিরাট ভূমিকা।

Related Articles

Back to top button
close