সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাহসী ভুমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে
কায়েছ উদ্দিন, রাউজান প্রতিবেদক

রাউজানে প্রেসক্লাবে পৌর মেয়রকে সংবর্ধনাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাহসী ভুমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। রাউজান পৌরসভা অপচনশীল আবর্জনা ক্রয় করে যে চমক দেখিয়েছে তা সারাদেশের মধ্যে একটি নজির হয়ে থাকবে। সাংসদ এবিএম ফজলে চৌধুরী এমপির মডেল রাউজানকে তরান্বিত করবে। এরকম উদ্যোগ সারা বাংলাদেশে হলে এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে বেশিদিন সময় লাগবেনা।
তিনি গত (বৃহস্পতিবার) বিকেলে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অপচনশীল আবর্জনা ক্রয় করে আধুনিক পৌরসভা গঠনে দেশের মধ্যে প্রশংসিত রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
সদরের একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। সংবর্ধীয় অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের এবং সদস্য সচিব আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, দৈনিক সত্যবাণী পত্রিকার হেড অব নিউজ খোরশেদুল আলম শামীম, দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ, সিপ্লাস টিভির প্রধান সম্পাদক আলমগীর অপু, লেখক ও সংগঠক মঈনুদ্দীন কাদের লাভলু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক এম দিদারুল আলম। অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক এসএম ইয়াছিন হোসাইন হায়দরী, সহ সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, রাউজান আর.আর.এ.সি সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, হযরত ইয়াছিন শাহ পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজনীতিক মুছা আলম খান চৌধুরী, গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক জাকের হোসেন মাষ্টার, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো. নাসের, ফকিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ব্যবসায়ী সাকিদুজ্জামান শফি, প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, জয়নাল আবেদীন।
বক্তব্য রাখেন সাংবদিক সরোয়ার উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, কেএম বাহাউদ্দিন, এম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মিঞাজী, রবিউল হোসেন রবি, একে বাবর, মুহাম্মদ আবদুল্লাহ্ আল রোমান, ইরফাত হোসেন চৌধুরী, মো.রবিউল হোসেন রাকিব, মো. রবিন, সংগঠক মহিউল ইসলাম মহিম, মো.রাশেদুল ইসলাম, শায়ের মাওলানা এহসান কাদের, শাহেদ হাসান তালুকদার, আকবর আলী জয়, মিজানুর রহমান সহ কিংডম ব্লাড ব্যাংক, প্রার্থনা পরিবার, রাউজান ব্লাড ব্যাংক, রাউজান ব্লাড ডোনার্স সহ সার্ক মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইএনও বলেন, রাউজানের সাংবাদিকরা প্রশাসনের সব ইতিবাচক সংবাদ তুলে ধরে আমাদের পাশে থাকেন। সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকতায় রাউজানের ভুমিকা অনেক। এটিকে ধরে রাখতে হবে।
মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, আমি সম্মাননার জন্য কাজ করিনা। তবে রাউজান প্রেসক্লাব যে স্বীকৃতি দিয়েছে, তা আমার মনে থাকবে। পরে অতিথিসহ সবাই ইফতারে অংশ নেন।