রাঙামাটিতে ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মুহাম্মদ জাহেদুল ইসলাম, রাঙামাটি

ভারতে কুরআনের ২৬ আয়াতের উপর আপত্তি তুলে সপ্রিম কোর্টে রিট, শ্রীলঙ্কায় ইসলামী পোষাক নিষিদ্ধকরণ ও সারাদেশে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মো: জাহিদুল আলম কাদেরী’র সঞ্চালনায় জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি শাহজাদা আব্দুল বারী’র সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে কুরআন তেলাওয়াত করেন ইমরান রেজা, স্বাগত বক্তব্য রাখেন নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সহ- অর্থ সম্পাদক যুবনেতা শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন যুবনেতা মনির হোসেন, প্রতিবাদি বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান প্রমুখ।

এসময় বক্তারা ভারতে আল কুরআনের ২৬ টি আয়াতের উপর আপত্তি তুলে সুপ্রিম কোর্টে রিট করা একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে রিটকারীর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেনঅনতিবিলম্বে তা প্রত্যাহার করে নিতে হবে।বক্তারা আরো বলেন, কুরআনে কোনো ভুল নেই। আল কুরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখায়। আল্লাহ পাক আল কুরআনের সুরা বাকারাহ’র ২নং আয়াতে বলেন “এটি এমন একটি কিতাব, যাতে সন্দেহের অবকাশ নেই”। সুতরাং এতে ভূল থাকার প্রশ্নই আসেনা।এটি একটি ষড়যন্ত্র ছাড়া নিছক আর কিছুই নয়।শ্রীলঙ্কায় ইসলামী পোষাক নিষিদ্ধকরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এমন ঘৃণ্য সিদ্ধান্ত পরিহার করার উদাত্ত আহ্বান জানান। এবং সারাদেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে যে ষড়যন্ত্রের পায়তারা চলতেছে তা খতিয়ে দেখার জন্য মাননীয় সরকারকে প্রশাসনের মাধ্যমে অনুরোধ জানান।

পরিশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।

Related Articles

Back to top button
close