রাঙ্গুনিয়ায় দাওয়াতে ইসলামীর ওরশে আ’লা হযরত (রহ.) মাহফিল
নিজস্ব প্রতিবেদক

বিশ্বব্যাপী সুন্নাত প্রচারের দ্বীনি দাওয়াতি সংগঠন দাওয়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার ব্যবস্থাপনায় আ’লা হযরত ইমাম আহমদ রযা খাঁন (রহ.) এর ওরশ উপলক্ষে ইজতিমা-এ জিকির ও নাতে মোস্তফা (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২ অক্টোবর) বাদে মাগরিব থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাঙ্গুনিয়া পৌরসভার এডভোকেট নুরুচ্ছাফা তালুকদার অডিটোরিয়ামে এই মাহফিলের অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামীর রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিছ আত্ত্বারী। ধর্মীয় আলোচনায় অংশ নেন উত্তরজেলার সভাপতি মোহাম্মদ এনাম আত্ত্বারী, বিডি মোশারাতে রোকন, মাওলানা সালাউদ্দিন আত্ত্বারী প্রমুখ। সাংগঠনিক কার্যক্রমে ছিলেন মোহাম্মদ কাউছার আত্ত্বারী, জাহাঙ্গীর আত্ত্বারী, শাহ জাহান আত্ত্বারী, মাওলানা গিয়াস আত্ত্বারী, মাওলানা সাইফুল আত্ত্বারী, আব্দুল মান্নান, মাওলানা ইউনুস আত্ত্বারী, মাওলানা ইকবাল আত্ত্বারী, মো. ফরহাদ প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়। মাহফিলে নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন মুবাল্লেগী দাওয়াতে ইসলামী। শেষে মিলাদ ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, ইমাম আ’লা হযরত (রহ.) বিশ্ব মানবতার সৌহার্দ্যের প্রতীক ছিলেন। চতুর্দশ শতাব্দির মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রেজা খান ব্রেরলভি ছিলেন সত্য মিথ্যার দ্বন্ধে লিপ্ত দিশেহারা মুসলিম মিল্লাতের পথ প্রদর্শক। ভারতবর্ষের উজ্জ্বল এক আলোক বর্তিকা ও খাঁটি আশেকে রাসূল (সাল্লালাহু আলাইহিওয়াসাল্লাম)। ইসলামের নামে বিভ্রান্তিকারি মুনাফিকদের কোরআন-হাদিসের অকাট্য প্রমাণ দিয়ে প্রতিহত করে মুসলিম মিল্লাতের ঈমান ও আকিদার হেফাজত করেছিলেন তিনি। তার ক্ষুরধার লিখনি কেয়ামত পর্যন্ত মুসলমানদের ইসলামের সঠিক পথে থাকার পাথেয় হিসেবে কাজ করবে।