ভারতে মহানবী (দ.)’র অবমাননা; অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনুন

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমনটা জোর দাবি জানিয়েছেন বক্তারা

মহানবী হজরত মুহাম্মদ (দ.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল রাসূলুল্লাহ (দ.) এঁর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানান।

বৃহস্পতিবার ( ৯ জনু ) বিকালে রাঙ্গুনিয়া থানার সম্মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি মাওলানা আলী শাহ নেছারী সভাপতিত্বে ছাত্রসেনা রাঙ্গুনিয়া (মধ্যম-দক্ষিণ)’র সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা করিম উদ্দীন নূরী,সহ সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাসান,সাধারণ সম্পাদক মুুহাম্মদ আকতার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দীন,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহেদুল হক,বাংলাদেশ ইসলামী যুবসেনা,চট্টগ্রাম উত্তরজেলার সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক রেজা, রাঙ্গুনিয়া উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল খালেক, চট্টগ্রাম উত্তরজেলা সদস্য মুহাম্মদ নাজিম উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার রাঙ্গুনিয়া উপজেলার (মধ্যম-দক্ষিণ) সভাপতি মাওলানা নাছির উদ্দীন নাহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জমির উদ্দীন।

আরো উপস্থিত ছিলেন কাজী মুহাম্মদ আইয়ুব, আলতাফ হোসেন, জামাল উদ্দীন, আরিফুর রহমান রাশেদ, মুহাম্মদ ছানাউল্লাহ, হাফেজ তারেক হোসাইন, শওকত আলী, জাহাঙ্গীর আলম,এস এম ইউসুফ, মামুনুল হক, সরমদ নঈমী, জমির উদ্দীন, জাসেদ প্রমুখ।

Back to top button