রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন সুন্নী জনতার প্রাণের দাবীর প্রতিফলন -সৈয়দ মছিহুদ্দৌলা

রাঙ্গুনিয়া প্রতিবেদক

গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখা ও পোমরা শাখার যৌথ উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস (র‌্যালি) সোমবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন ও আহলে সুন্নত ওয়াল জামা’আত কেন্দ্রিয় পরিষদের মহাসচিব ও গাউছিয়া সমিতি বাংলাদেশের কেন্দ্রিয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।

নবম বারের মতো আয়োজিত এই জুলুসটি রাঙ্গুনিয়ার পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শান্তিরহাট, গোচরা, জুটমিল, ভবানী মিল, ও গোডাউন স্টেশন প্রদক্ষিণ শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।

পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জহির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ তৌছিফুল হুদা।

গাউছিয়া সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি ও জুলুস প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাওলানা জরিফ আলী আরমান, হাবিবুর রহমান আলকাদেরী, মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী, মাওলানা আবদুল মান্নান হারুনী, মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা ইয়াকুব আলী, অধ্যাপক সাইফুল করিম মাসুদ, মাস্টার মুহাম্মদ ইসমাইল, দিদারুল ইসলাম, দিদারুল আলম, মনিরুল ইসলাম, এম এ খালেক শাবু, মাওলানা শওকত আলী, ফারুক শাহ, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, নুরুল আমিন কেরানী, আবুল ফয়েজ মেম্বার, আলমগীর তালুকদার রনি, আবু আহমেদ, আবদুল হামিদ প্রমুখ।

আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনের পর দেরিতে হলেও বর্তমান সরকার বিশ্বনবী (দ.) এর শুভ আবির্ভাব রাষ্ট্রীয় ভাবে পালনের ঘোষণা দিয়ে সুন্নী জনতাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন। রাষ্ট্রীয়ভাবে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন সুন্নী জনতার প্রাণের দাবীর প্রতিফলন ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। কোন ষড়যন্ত্রকারী বা কোন নবী বিদ্বেষীদের কালো থাবায় যাতে এটি নস্যাৎ হতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Back to top button
close