শান্তি-সম্প্রীতি-মানবতার বার্তা বয়ে আনে পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ) -সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া

‘পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ’র প্রেসিডেন্ট, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, যখন পৃথিবীর সর্বত্র ছিল বর্বরতা-নৃশংসতা; মানবিক অধিকার, ন্যায়, সাম্যের অস্তিত্বই ছিল না, এমনই এক অন্ধকার যুগে আলোকবর্তিকা হয়ে পৃথিবীতে শুভাগমন করেন বিশ্বমানবতার ত্রাণকর্তা, প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। তিনি শুধু মুসলিমদের বা মানবজাতির জন্যই নয়; সমগ্র সৃষ্টিকুলের জন্য মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ।

শৈশব থেকেই মানুষের দুঃখ-দুর্দশা, দ্বন্দ্ব-সংঘাত তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করতো। যুবক বয়সে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি গড়ে তুললেন ‘হিলফুল ফুজুল’ নামক সংগঠন। শত-সহস্র প্রতিকূলতা সত্বেও সত্য-ন্যায়ের পথ থেকে তিনি সামান্যতম বিচ্যুত হন নি। সর্বত্র ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন, নারী-শিশু-সংখ্যালঘু, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সকলের মানবিক অধিকার নিশ্চিত করেছেন।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, প্রিয় নবিজী (দ) প্রণীত ‘মদীনা সনদ’ এবং ‘মদীনা রাষ্ট্র’ পরিচালনা নীতি অনুসরণ, পৃথিবীতে মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান গড়ে তোলার একমাত্র পথ। বর্তমান সময়ে পুরো বিশ্ব যখন যুদ্ধ-সংঘাত, বিভেদ-হিংসা, সাম্প্রদায়িক সহিংসতা, জঙ্গিবাদ-সন্ত্রাসের কারণে অশান্ত হয়ে উঠেছে, তখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দিকেই ফিরে যেতে হবে৷ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ) আমাদের মাঝে মহানবী (দ) এর অনুপম আদর্শ তথা শান্তি-সম্প্রীতি-মানবতার বার্তা বয়ে আনে।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে গতকাল ২৪শে অক্টোবর রাঙ্গুনিয়া সদর উপজেলার জাকির হোসেন স্টেডিয়ামে আদিলপুর সমাজ ও যুব উন্নয়ন কমিটি আয়োজিত সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র জনাব শাহ্জাহান শিকদার। বিশেষ আলোচক ছিলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী, মওলানা ওমর ফারূক নঈমী সহ অন্যান্য ওলামায়ে কেরামগন তকরির করেন।

ফিলিস্তিন, চীন, মিয়ানমার, সিরিয়া, ইয়েমেনসহ সমগ্র বিশ্বে নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর মুক্তি, দেশের কল্যাণ, সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

Related Articles

Back to top button
close