শাহ মুনিরিয়া মুঈনিয়া মাদ্রাসার ১৪তম সালানা জলসা সম্পন্ন
মুহাম্মদ মিনহাজ, হাটহাজারী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং রোডস্থ শাহ মুনিরিয়া মুঈনিয়া হেফজখানা ও এতিমখানা এবং একাডেমির ১৪তম সালানা জলসা গত ১৫ই মার্চ সোমবার মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব সরওয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায় এবং মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম.রাসেদুল আলম, উদ্ভোদক হিসেবে ছিলেন ফতেপুর ইউনিয়ন গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল কালাম শাহ, প্রধান বক্তা ছিলেন রাণীরহাট মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল কালাম বয়ানী, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এড.শামিম, মুফতি জামাল উদ্দিন আলকাদেরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান, কাজি আব্দুল করিম, মাওলানা মুফিজুর রহমান, ইউ.পি সদস্য মহিনউদ্দিন প্রমুখ।