অসহায় পরিবারের পাশে সাহরি ইফতার সামগ্রী নিয়ে হাসানাহ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক

গতকাল বাদে জুমা ৫টি অসহায় পরিবারের কাছে সারা মাসের ইফতার ও সাহরি সামগ্রী তুলে দিয়েছে হাসানাহ ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন হাসানাহ ফাউন্ডেশনের উপদেষ্টা তাওহিদুল আলম রিপন, চেয়ারম্যান মুশফিক ইলাহী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
দেশে চলমান ক্রমাগত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষ যখন খাদ্যাভাবে কষ্ট পাচ্ছে তখন হাসানাহ ফাউন্ডেশন পুরো রমজানে ইফতার ও সাহরির খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। যা পুরো রমজান ব্যাপী চলবে।
এসময় আরো উপস্থিত ছিলেন তাজবিদ তাওয়াজ আলভী, নাঈম উদ্দিন ফাহিম, জামান মিনহাজ, আতৃহার রাকীন, মাসউদ ইলাহী মাহদি, মোশাররফ হোসেন আন্না, সিফাত, ওয়াহিদ হাসান, আরিফ, নিজাম উদ্দিন মুবিন, ইমতেহান হিমু প্রমুখ।