ভাটিয়ারীতে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিশাল জুলুছ
সোহরাব হোসাইন, সীতাকুন্ড

আজ শুক্রবার (২২ অক্টোবর) বাদে জুমা সীতাকুন্ডের ভাটিয়ারীস্থ হযরত শাহজাহানী শাহ্ (রহ.) ঈদগাঁ প্রাঙ্গণের সামনে হতে বিশাল জশনে জুলুছ বের হয়।
মাওলানা আহমদুল হক মাইজভান্ডারীর ছদারতে জুলুছে হাজারো আশেকে রাসূলের জমায়েত হয়।