সীতাকুন্ডে আ’লা হযরত কনফারেন্স ও গুণী সংবর্ধনা অনুষ্ঠান
সীতাকুন্ড প্রতিনিধি

গতকাল সোমবার (২০শে সেপ্টেম্বর’২১) সোমবার বাদে মাগরিব হতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটার পশ্চিম পাশে হযরত মাওলানা ওবায়দুল্লাহ মুন্সেফ (রহ.) জামে মসজিদে মোবারক আলী ফাউন্ডেশন’র ব্যবস্থাপনায় আ’লা হযরত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে মিল্লাত, শাহ মাওলানা ইমাম আহমদ রেযা খান (রহ.)’র ১০৩ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স ও আলেম-ওলামাদের গুণী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সীতাকুন্ডের প্রায় ৩০ জন সুন্নি আলেমের পিতাকে সন্তানদের যোগ্য আলেম হিসেবে গড়ে তোলায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, ‘এ ধরনের অনুষ্ঠান আমাদের সমাজে চলতে থাকলে ভবিষ্যতে মা-বাবারা সন্তানদেরকে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসায় ভর্তি করাতে আগ্রহী হবে।’
যাদের পিতাকে গুণী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় যথাক্রমে- মাওলানা মুহাম্মদ লোকমান হাকিম, আল্লামা আবুল আসাদ জোবায়ের রজভী, ড. আল্লামা কামাল উদ্দীন আযহারী, অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আলী নেওয়াজ, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, মুফতি আবুল হাসান ওমাইর রজভী, মাওলানা মুহাম্মদ আবু কয়সার, মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, মাওলানা মুহাম্মদ আশরাফ হোসাইন, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা মােহাম্মদ নছিম, মাওলানা নূরুল আলম, মাওলানা ইমাম উদ্দিন খালেদ, মাওলানা মুহাম্মদ সাদ্দাম হোসাইন, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা মুখতার আহমেদ, মাওলানা রোকন উদ্দিন ইরফান, মাওলানা কাইসার, মাওলানা মাহমুদুল হাসান, গাউসুল ফারুক, ইকবাল জাহিদ, মুহাম্মদ ফারুক হোসাইন, এম এ কাশেম, নেওয়াজ শরীফ, মুশফিক এলাহী, জামিউল হাসান।
এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা রহিম, মাওলানা সোলাইমান, মাওলানা আবু তৈয়ব, ইমাম উদ্দিন ইমু, মুহাম্মদ তছলিম, জাবেদ আকতার প্রমুখ।