সুন্নী মহাসমাবেশ সফলকল্পে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি

আজ ১৫ মার্চ (সোমবার) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও থানা মান শাখার নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

আগামী ১০ এপ্রিল আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় সুন্নী মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পটিয়া দলীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও থানা মান শাখার প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নুরে রহমান রণির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ রিদুয়ান সাজ্জাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনছুর দৌলতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুন্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন ও বাংলাদেশ ইসলামী যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাস্টার মুহাম্মদ কামরুদ্দিন সহ ছাত্রসেনার জেলা-উপজেলা এবং থানা মান শাখার নেতৃবৃন্দরা।

এতে উপস্থিত সকলেই উক্ত সুন্নী মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

Related Articles

Back to top button
close