সৈয়দ দেলাওর হােসাইন মাইজভাণ্ডারী স্বর্ণপদক’২১ সম্পন্ন 

প্রেস বিজ্ঞপ্তি

গত ৩১ ডিসেম্বর মাইজভান্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনষ্টিটিউট (ডিরি) কর্তৃক ‘সৈয়দ দেলাওর হােসাইন মাইজভান্ডারী স্বর্ণপদক’২১ বিতরণ অনুষ্ঠান প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে।

সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মঃ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনােনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহের মাঝে এ পদক তুলে দেন।

গাউছিয়া আহমদীয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে আয়ােজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইরফান রিসার্চ ইন্সটিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (মঃ)।

চারটি ক্যাটাগরিতে এ স্বর্ণপদক বিজয়ী ব্যক্তি ও

প্রতিষ্ঠানসমূহ হলো – ক) সুফিচর্চা/গবেষণায় শাহ সুফি মুফতি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (মরণােত্তর), মওলানা শাহ সুফি সৈয়দ আবদুল গণি কাঞ্চনপুরী (মরণােত্তর), মওলানা মুহাম্মদ ফয়েজ উল্লাহ ভ,ইয়া (মরণাত্তর) ও মওলানা গাজী সৈয়দ মুহাম্মদ

আজিজুল শেরে বাংলা (রহ.)। খ)মাইজভান্ডারী সুফি সংগীতে মওলানা শাহ সুফি সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরী (মরণােত্তর), মওলানা শাহ সুফি বজলুল করিম মন্দাকিনী (মরণাত্তর), মাওলানা শাহ সুফি সৈয়দ আবদুল হাদী কাঞ্চনপুরী (মরণোত্তর) ও কবিয়াল রমেশ শীল (মরণােত্তর); গ) ফোকলোর বা লােক সংস্কৃতিতে ড. আমিনুর রহমান সুলতান। ঘ) মানবতার সেবায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ।

Related Articles

Back to top button
close