স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও রাঙ্গামাটি জেলা ছাত্রসেনার কাউন্সিল’২১ সম্পন্ন
জাহিদুল আলম, রাঙামাটি প্রতিনিধি

মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার উদ্যোগে সংগঠনের জেলা কার্যালয়ে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ২০২১ সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেন মুন্নার সভাপতিত্বে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি যুবনেতা আলহাজ্ব আখতার হোসেন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জননেতা জনাব এম এ মুস্তফা হেজাজী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেজা, নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আবদুল্লাহ জাবের,নির্বাচন কনিশনার হিসেবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আ.ল.ম কাইছান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙামাটি জেলা সহসভাপতি আলহাজ্ব মাওলানা শফিউল আলম আলকাদেরী,বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙামাটি জেলা সভাপতি জনাব মুহাম্মদ আলী খাঁন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার সাবেক সভাপতি জনাব মুহাম্মদ আলমগীর,জনাব মুহাম্মদ তারেক আজিজ প্রমুখ।
পরিশেষে প্রতিনিধি সম্মেলনে শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ আবদুল বারীকে সভাপতি, হাফেজ তানজিলুর রহমানকে সাধারণ সম্পাদক,আবদুল জলিলকে সাংগঠনিক সম্পাদক করে ২০২১-২০২২ সেশনের শক্তিশালী জেলা কমিটি গঠন করা হয়েছে।