ইমাম শেরে বাংলা (রঃ)’র জীবন-কর্ম শীর্ষক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মিজানুর রহমান মুন্না

আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদ হাটহাজারী পৌরসভা শাখার ব্যবস্থাপনায় আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহঃ) স্মরণে আয়োজিত ‘ইমাম শেরে বাংলা (রহ.)’র জীবন-কর্ম শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ গত বৃহস্পতিবার (৩১মার্চ) হাটহাজারী বাসস্ট্যান্ডস্থ হোটেল আল-জামানের হলরুমে আলহাজ্ব দিদারুল আলম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেকানে আউলিয়া কলেজের প্রভাষক ড. আনোয়ার হোসেন আলক্বাদেরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইমাম আ’লা হযরত ও ইমাম শেরে বাংলা (রহঃ) রিসার্চ সেন্টারের মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম আলক্বাদেরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম. সাইফুল ইসলাম নেজামী।

বক্তারা বলেন- ইসলাম শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্ম ইসলামকে এই উপমহাদেশে নিয়ে এসেছেন আওলিয়াকেরাম তথা সুফিগণ। একপর্যায়ে মুসলিমরা এই উপমহাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়।মুসলমানরা সবসময় অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল থাকে যা ইতিহাস প্রমাণ করে।ইহুদিরা মুসলমানদের এই ইতিহাস বিকৃত করার উদ্দেশ্যে এক শ্রেণির মুসলিমদের ব্যবহার করেছে যাদের আমরা বাতিল ফিরকা বলে জানি।সেই বাতিল ফিরকা থেকে ইসলামকে বাঁচিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা (রহ.)। সুফিবাদকে তিনি জাতির সামনে তোলে ধরে বাতিল ফিরকা থেকে ইসলাম, দ্বীন ও মাজহাব মিল্লতকে হেফাজত করেছেন তিনি।

এছাড়া তিনি আরো বলেন-ইমাম শেরে বাংলা (রহঃ) অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং তাঁর সমাজসেবা কার্যাবলীর অবদান অনস্বীকার্য।

বিশেষ অতিথি ছিলেন হাজী এস.এম রফিকুল হাসান, আশেক রসুল রুকন, এম সেলিম উদ্দীন,মাস্টার মুহাম্মদ ইসমাইল, আলহাজ্ব সৈয়দ শফিকুল ইসলাম,মাওলানা আবু তালেব আলকাদেরী, শাহজাদা সৈয়দ আরিফুল হক,নেজাম উদ্দিন নেজাম, সাহেদুল আলম, মহিউদ্দীন, সৈয়দ এহসান কাদের, মুনীরুল ইসলাম, মুহাম্মদ সোলাইমান,শেখ ফরিদ,মিজানুর রহামান মুন্না, কুতুব উদ্দীন জিসার প্রমুখ। পরে অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন

Back to top button
close