১০ এপ্রিল সুন্নি সমাবেশ সফলকল্পে রাবেত্বায়ে ওলামার জরুরি সভা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি

আগামী ১০ এপ্রিল’২১ইং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর উদ্যেগে চট্টগ্রাম বিভাগীয় সুন্নি মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নগরীর ষোলশহরস্থ আলমগীর খানক্বাহ শরীফে এক ঝাঁক যুবক আলেমদের নিয়ে গঠিত রাবেত্বায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুফতি মাওলানা আবুল হাসান ওমাইয়ের ওমাইয়ের রিজভীর সভাপতিত্বে উক্ত জরুরী সভায় উপস্থিত ছিলেন রাবেত্বায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী, রাবেত্বায়ে ওলামায়ে আহলে সুন্নাত এর মহাসচিব মুফতি আহমদ উল্লাহ ফোরকান আল কাদেরী, ইমরান হোসেন আল কাদেরি, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা রায়হানুল ইসলাম আল কাদেরি সহ আরো অসংখ্য সুন্নি ওলামায়ে কেরামগণ।