ছাত্রসেনা কোতোয়ালী থানার মাতৃভাষা দিবসের আলোচনা সভা সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানার আওতাধীন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল ছাত্রসেনা ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাব্বির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড এর আহবায়ক জননেতা আলহাজ্ব আবদুস সাত্তার মোল্লা। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা, কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক যুবনেতা আবু তৈয়ব চোধুরী।

প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা, কোতোয়ালী থানার সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মঈন উদ্দিন মোরশেদ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা কোতোয়ালী থানার দপ্তর সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নাঈমুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রসেনা ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আসিফুর রহমান মাসুম। সাকিব হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ শামিউল জামাল শাফি, মুহাম্মদ ইমতিয়াজুল ইসলাম, মুহাম্মদ আমজাদ, ইমতিয়াজুল হক, মুহাম্মদ মিজান, মুহাম্মদ মীমরাট, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ আব্দুল আলীম ইমরান, মুহাম্মদ ইফতেখার রহমান সাইম সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশের এবং সংগঠনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।