আজ রাজধানী ঢাকায় বের হবে জশনে জুলুছ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ঢাকার উদ্যোগে আলহাজ সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্’র নেতৃত্বে ধর্মীয় র‌্যালী (জুলুছ) বের করা হবে।

আজ রোববার সকাল ১১টায় জুলুছটি ঢাকা মহানগরীর মোহাম্মদপুরস্থ কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদরাসা প্রাঙ্গণ হতে বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, আসাদগেইট, মিরপুর রোড, সোবহানবাগ, কলাবাগান, সাইন্স ল্যাবরটরী হয়ে ঝিগাতলা, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, শিয়া মসজিদ, রিং রোড, শ্যামলী হয়ে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হবে। নূরানী মিলাদ মাহফিলে মিলাদুন্নবী (দ.) এর তাৎপর্যের উপর মূল্যবান বক্তব্য রাখবেন দেশবরেণ্য ওলামায়ে কেরামরা।

Related Articles

Back to top button
close