আল-আজহার গ্র‍্যাজুয়েটস বাংলাদেশ শাখার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস- বাংলাদেশ শাখার উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি উদ্বোধন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সূফী মিজানুর রহমান। তিনি আল-আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সূফী মিজানুর রহমান বলেন, “শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। ভালোবাসার মাধ্যমে একে অপরকে সম্মান করতে শেখানো এবং বৈষম্য দূর করা। আজহার গ্র্যাজুয়েটস বাংলাদেশ চ্যাপ্টার এ লক্ষ্যে কাজ করবে। সবাইকে ইসলামের আলোয় আলোকিত হয়ে শিক্ষার আধ্যাত্মিক দিকগুলো অধ্যয়নেরও আহ্বান জানান এ শিক্ষানুরাগী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত এইচই হাইঘাম গোবাসি। বিশেষ অতিথি ছিলেন বড়পীর হজরত আবদুল কাদের জিলানীর (র) সরাসরি বংশধর আধ্যাত্মিক ব্যক্তিত্ব শেখ আফিফ উদ্দীন আল জী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজির মোহাম্মদ আয়াদ, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামানসহ দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশের আল-আজহার গ্র্যাজুয়েটরা উপস্থিত ছিলেন।

আল-আজহার গ্র্যাজুয়েটসের বাংলাদেশে শাখা চালুর বিষয়টি গত বছরের ২৭ সেপ্টেম্বর সরকারের এবং চলতি বছরের ৫ জানুয়ারি আল আজহারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মিসর সরকারের অনুমোদন পায়।

আল আজহার গ্র্যাজুয়েটস, বাংলাদেশ কেন্দ্র বিশ্বব্যাপী আজহারী স্নাতকদের মধ্যে সংযোগ স্থাপন করবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আয়োজন করবে সেমিনার ও সভা। আন্তর্জাতিক প্রশিক্ষণের আয়োজন করা হবে ইমামদের জন্য। এ ছাড়া মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি এবং সংবর্ধনা দেওয়া হবে। সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবী কাজেও অংশগ্রহণ করবেন।

Related Articles

Back to top button
close