নারায়ণগঞ্জে প্রথমবারের মত দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

গত ১০ মার্চ (বুধবার) গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের তত্বাবধানে গাউসিয়া কমিটি বাংলাদেশ মহিলা বিভাগের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রশিক্ষণপ্রাপ্ত সম্মানিত মু’আল্লিমাদের পরিচালনায় মরহুম আল্লামা বাকী বিল্লাহ জালালী (রঃ) কতৃক প্রতিষ্ঠিত মাদরাসা জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসার ব্যবস্থাপনায় তদীয় সুযোগ্য পুত্র আল্লামা আব্দুল মোস্তফা রহিম আল-আযহারীর সার্বিক উদ্যোগের মাধ্যমে বিশাল দা’ওয়াতে খায়র মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মহিলা দ্বীনি মা-বোনেরা অংশগ্রহণ করেন এবং পবিত্রতা অযু নামায ও জরুরী বিভিন্ন মাসাইলসহ মৃত মহিলার গোসল ও কাফন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন।

মা-বোনদের স্বতঃস্ফূর্ত আগ্রহ ও আন্তরিক উপস্থিতি মাহফিলের সৌন্দর্য বর্ধিত করেছে।

Related Articles

Back to top button
close