প্রিয় নবিজী (দ)’র প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ)

নিজস্ব প্রতিবেদক

নবীকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৩১তম বংশধর, শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মাদ্দাজিল্লুহুল আলি) বলেছেন, প্রিয় নবিজী (দ) এর প্রতি নিঃশর্ত ভালোবাসাই ঈমানের মূল স্তম্ভ। মহান আল্লাহ্ তার প্রিয় হাবীব, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমতরূপে আমাদের মাঝে প্রেরণ করেছেন। আর মহান আল্লাহর রহমত পেয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দ উদযাপনের জন্যও মহান আল্লাহ্ তা’য়ালা পবিত্র কুরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন তাই মহান আল্লাহর সেই নির্দেশকেই মেনে চলা।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, প্রতি বছর মহান ১২ই রবিউল আউয়াল তথা প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর শুভাগমনের দিবসটি সকলের মাঝে খুশির স্রোতধারা বয়ে আনে। এ দিনে আমরা প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনী, তার প্রশংসা, উচ্চ মর্যাদার আলোচনা, শান্তি শোভাযাত্রার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে তার শান্তি-সম্প্রীতি ও মানবতার মহৎ দর্শনকে তুলে ধরছি। এ সবই দোজাহানের বাদশাহ্, সাইয়্যিদুল মুরসালীন, হুযুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুজতবা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

গতকাল ২রা নভেম্বর টঙ্গি থানার খানকা এ রাহমানিয়া মইনীয়া মাইজভানডারীয়া খানকাহ্ ময়দানে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আমাদের জীবনে এ মহতী দিবসটির তাৎপর্য বিষয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আনোয়ার হোসেন এর সভপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন,মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মওলানা জয়নাল আবেদীন হাসেমী,মওলানা সাইদুর রহমান,হাফেজ মওলানা মনসুর আলি মাইজভাণ্ডারী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

দোজাহানের বাদশাহ্, হুযুরপুর নূর আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি দরূদ ও সালাম পেশ শেষে বিশ্বমানবতার কল্যাণ, দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন, শাহ্সূফি সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

Related Articles

Back to top button
close