বাঁশখালীতে বাইতুল ইয়ানত সেলের জরুরী সভা সম্পন্ন
বাঁশখালীতে সুন্নীয়ত ভিত্তিত সামাজিক সংগঠন ‘বাইতুল ইয়ানত সেলের আনুষ্ঠানিক জরুরী সভা সম্পন্ন। উপস্থিত ছিলেন উপদেষ্টা মাওলানা আব্দুর রহিম সিরাজী, সংগঠনটির চেয়ারম্যান অধ্যক্ষ জমির উদ্দিন নেছারী, মহাসচিব হাফেজ মুহাম্মদ শওকত আলী, সহ-অর্থ সম্পাদক সামশুল আরেফিন খালেদ, সদস্য মুহাম্মদ মুহিব্বুল্লাহ, মুহাম্মদ খাইরুল বশর, মুহাম্মদ ইয়াসির আরাফাত শাকিল, সংগঠনটির কালেক্টর মুহাম্মদ খোরশেদ হাশেমী সহ প্রমুখ।

অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বাইতুল ইয়ানত সেল শুধু একটি সংগঠনই নই, এটা সারা বাঁশখালীর সুন্নীমনা মানুষের বহুদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন এবং এই সংগঠন বাঁশখালী ভিত্তিক সুন্নীয়তের কার্যক্রমকে তরান্বিত করতে সার্বিক ভুমিকা পালন করবে। অনুষ্ঠানে তারা সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।