ভারত ও শ্রীলঙ্কার মুসলিম বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ছাত্রসেনার কঠোর কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি

গতকাল ১৭ মার্চ (বুধবার) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মারুফ রেজা ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন এর যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে ভারত ও শ্রীলঙ্কার মুসলিম বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে ছাত্রসেনার সকল নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগ্রামী সেনানী সহযোদ্ধাবৃন্দ,
আপনারা অবগত আছেন যে, ভারতে পবিত্র কোরআন শরীফের ২৬-টি আয়াতের উপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে ভারত সুপ্রিম কোর্টে দায়ের করা রিটের মাধ্যমে এবং শ্রীলঙ্কায় নিরাপত্তার অজুহাতে বোরকা নিষেধাজ্ঞা জারি করে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে তীব্র আঘাত করা হয়েছে।
স্পর্শকাতর এই দুই বিষয় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দুইদিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে।
প্রথমদিন, আগামি শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি জেলা, উপজেলা ও সমমান শাখায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করবে ছাত্রসেনা।
দ্বিতীয় দিন, শনিবার ঢাকা জেলা ও তার আশেপাশের অঞ্চলসমূহ বিকাল তিন ঘটিকায় ঢাকা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিতব্য মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সদলবলে যোগদান করবে।
ঘোষিত এই সিদ্ধান্তসমুহ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সর্বস্তরের সেনানীবৃন্দ নির্দেশনা ও জোরালো আহ্বান হিসেবে আমলে নিয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন, সে মর্মে সকলকে তাগিদ প্রদান করা যাচ্ছে।