মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ -ধর্ম মন্ত্রণালয়

প্রেস বিজ্ঞপ্তি

আজ ৭ এপ্রিল (বুধবার) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।

এতে আরো বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করতে এ অনুরোধ করা হয়েছে। এর আগে গত সোমবার মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে যে ১০টি শর্ত দেয়া হয়েছে তা কঠোরভাবে মানতে অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মসজিদে তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

Related Articles

Back to top button
close