শুরু হলো অমর একুশে বইমেলা, থাকছে সুন্নিয়ত ভিত্তিক প্রকাশনী আনজুমানের বুকস্টল
নিজস্ব প্রতিনিধি,

আজ ১৮ মার্চ (বৃহস্পতিবার) দুপুর তিনটা থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলা’২১ ভার্চুয়াল অনলাইনে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।
প্রতি বছর ফেব্রুয়ারী মাস জুড়ে বাংলা একাডেমির অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবার করোনার কারণে আজ (১৮ মার্চ) দেড়মাস পরে এসে শুরু হয় এবং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
সুফিবাদী সুন্নী মুসলমানদের জন্য এবারের বইমেলায় থাকছে বিশেষ আকর্ষণ। কারণ এবারের মেলায় প্রথম বারের মতো থাকছে সুন্নীয়ত ভিত্তিক কোন প্রকাশনীর বুকস্টল। ইসলামী বইয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট প্রকাশনা বিভাগের পক্ষ থেকে ৭৩২ নং স্টলে থাকছে তরজুমান প্রকাশনী নামে একটি স্টল। বিগত বছরগুলোতে এমন একটি ইসলামী বইয়ের স্টল অনুপস্থিত থাকায় তাদের প্রকাশিত শতাধিক গুরুত্বপূর্ণ ইসলামী বইগুচ্ছগুলো মেলায় আসা ধর্মপ্রাণ সূফিবাদী পাঠকবৃন্দের দীর্ঘদিনের খোরাক মিটাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, শিক্ষাপ্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন বন্ধ থাকায় এবারের বইমেলা ঘিরে শিক্ষার্থীদের বেশি উৎসুক দেখাচ্ছে।