কুলাউড়ায় বন্ধন সোসাইটির কর্মী সম্মেলন ও কাউন্সিল

কুলাউড়া প্রতিনিধি

গতকাল (০৯ সেপ্টেম্বর’২১) বৃহস্পতিবার বেলা ২ টায় বন্ধন সোসাইটি হাজীপুরের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ রেজা খাঁন বেহেশতীর সভাপতিত্বে এবং মহাসচিব নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোতাহের মেমোরিয়াল একাডেমীর অধ্যক্ষ এম এ মুহিত।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ দিগন্ত অনলাইন এর সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু , প্রাচীনতম কুলাউড়া জাতীয় তরুণ সংঘের সহ-সভাপতি শফিক মিয়া আফিয়ান, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম, বন্ধন সোসাইটি হাজীপুরের উপদেষ্টা হাজী মোঃ সাইফুদ্দিন, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান, জুবায়ের আহমদ জুবেল, প্রমুখ৷
সংগঠনের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন হাছিব আহমদ, আব্দুল সামাদ তানভীর, রায়হান আহমদ ইমন, রেদওয়ান অভি, মুস্তাকিম আহমদ, তানমভীর হোসাইন বাবলু, আল আমিন, সাইফুর রহমান সুজন, আব্দুল মুয়ীদ, জিহাদুল ইসলাম, রায়হান আহমেদ ইমন, রিমন আহমদ, কয়ছর আহমদ, ফারজান আহমদ, শিপ্লু দেবনাথ, সাকিব আহমদ, সিংকু পাল, মামুনুর রশিদ, শহীদ আলী, রোহেনা আক্তার, রায়হান আহমদ, মদরিছ আলী, আরিফুর রহমান আলিক, ইনামুল হক, মাহমুূদা জান্নাত মাহা, জুমা বেগম, খালেদ আহমদ, হাসান আহমদ, মোজাহিদ আলী, সালমান আহমদ প্রমুখ।

কর্মী সম্মেলন শেষে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে গোপন ভোটের মাধ্যমে সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ নিজামুর রহমান টিপু, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এম এ মুহিত, নাদির আহমদ, ইঞ্জিনিয়ার এমদাদুর রহমান এবং জুবায়ের আহমদ জুবেল।

কাউন্সিলে সংগঠনের চেয়ারম্যান পদে পুনরায় মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী, মহাসচিব পদে রেদওয়ানুল কালাম অভি এবং সাংগঠনিক সচিব পদে মুস্তাকিম আহমদ চৌধুরী নির্বাচিত হন।

Related Articles

Back to top button